পত্র বিপ্লবে সামিল মালদার গ্ৰাম সম্পদ কর্মীরা

5th February 2020 মালদা
পত্র বিপ্লবে সামিল মালদার গ্ৰাম সম্পদ কর্মীরা


প্রতিশ্রুতি দেওয়া হলেও রাজ্য সরকার এখন গ্রামীণ সম্পদ কর্মীদের(‌ভিআরপি)‌ স্থায়ীকরণ ও মাসিক বেতনের ব্যবস্থা করে নি। রাজ্য সরকারের বঞ্ছনার শিকার হয়েছেন তাঁরা। এবার তাঁরা সরাসরি মুখ্যমন্ত্রী চিঠি লিখে তাঁদের দাবিগুলি জানিয়েছেন। নবান্নের ঠিকানায় মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠালেন বুধবার। তাঁরা এই প্রক্রিয়াকে পত্র বিপ্লব বলে দাবি করেছেন। তাতেও মুখ্যমন্ত্রী কোনও ব্যবস্থা না নিলে আগামী ২৬ মার্চ থেকে আমরণ অনসনে নামার হুমকি দিয়েছেন তাঁরা। জানা গেছে, গোটা রাজ্যে ৩৩ হাজার কর্মী রয়েছে। মালদায় এই সংখ্যাটা ১৪০০। বছরে ২৪০ দিন কাজ করার সুযোগ রয়েছে। কর্মদিবস প্রতি তাঁদের পারিশ্রমিক মাত্র ১৫০ টাকা। কর্মীদের অভিযোগ, মাসের ২০ দিন কাজ করে তাঁরা পান মাত্র ৩০০০ টাকা। তাতে পরিবার-‌সহ অর্থাভাবে, অর্ধাহারে দিন কাটাতে হয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লোকসভা নির্বাচনের আগে বলেছিলেন নির্বাচনের পর তাঁদের স্থায়ীকরণের পাশাপাশি মাসিক বেতন দেওয়া হবে। কিন্তু এখনও তা সম্ভব হয় নি। এদিন সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সমিতি-‌র উদ্যোগে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে পত্র বিপ্লব করেন। সংগঠনের সহ সভাপতি সুবীর চৌধুরি বলেন,‘‌মুখ্যমন্ত্রী কোনও ব্যবস্থা না নিলে মার্চ মাসের ২৬ তারিখ থেকে অনসনে বসবো আমরা।’‌

        ছবি - দেবাশীষ পাল 





Others News